ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জের মাধবপুর প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। শুক্রবার সকালে উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেন, দেশের মোট জনসংখ্যার এক ভাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা করোনা প্রকোপের মাঝেও চলমান রয়েছে। সরকারের সহায়তা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে মা বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ'র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান শহীদ উদ্দিন, সফিকুল ইসলাম, আপন মিয়া, আরিফুর রহমান, ফারুখ পাঠান ও প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

উল্লেখ্য, ১১২ জন শিক্ষা উপকরণ, ৫২ জনকে শিক্ষা উপবৃত্তি ও ৪০ জন শিক্ষার্থীকে সাইকেল দেওয়া হয়েছে।

ads

Our Facebook Page